
এতদ্বারা সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে , U-Turn ব্রডব্যান্ড এর কর্মচারী "মোঃ আলী হোসেন" (এরিয়া ম্যানেজার) সঙ্গত কারণে গত ০৩ ডিসেম্বর, ২০১৯ হতে চাকুরী হতে অব্যাহতি নিয়েছেন। বিধায় গত ০৩ ডিসেম্বর, ২০১৯ হতে মোঃ আলী হোসেন এর সহিত U-Turn ব্রডব্যান্ড এর কোন অফিস/ব্যবসায়িক সম্পর্ক নেই।
মোঃ আলী হোসেন এর সহিত U-Turn ব্রডব্যান্ড বিষয়ক লেনদেন/যোগাযোগ না করতে জড়িত সকলের প্রতি বিনীত নির্দেশ দেয়া হলো। অন্যথায় উক্ত ০৩ ডিসেম্বর, ২০১৯ এর পরবর্তী কোন প্রকার লেনদেন/যোগাযোগের কারণে উথ্বীত কোন প্রকার দায়ভার U-Turn ব্রডব্যান্ড কর্তৃপক্ষ বহন করবে না ।
নির্দেশক্রমে
U-Turn ব্রডব্যান্ড
কর্তৃপক্ষ ।